গুগল এবং আমাদের ক্যাম্পাস সার্চ

সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪

জীবন TcT-396330 ৮পর্ব: NPI অষ্টম পর্বের কোর্স সমাপনি সার্টিফিকেট যে সকল ছাত্র-ছাত্রীরা উঠাইতে চান তাদের জন্য নিয়োমগুলো বলছি।

জীবন TcT-396330 ৮পর্ব: NPI অষ্টম পর্বের কোর্স সমাপনি সার্টিফিকেট যে সকল ছাত্র-ছাত্রীরা উঠাইতে চান তাদের জন্য নিয়োমগুলো বলছি।http://npidhaka.blogspot.com/2014/02/npi.html#links

শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

NPI অষ্টম পর্বের কোর্স সমাপনি সার্টিফিকেট যে সকল ছাত্র-ছাত্রীরা উঠাইতে চান তাদের জন্য নিয়োমগুলো বলছি।

NPI অষ্টম পর্বের কোর্স সমাপনি সার্টিফিকেট যে সকল ছাত্র-ছাত্রীরা উঠাইতে চান তাদের জন্য নিয়োমগুলো বলছি।

নিয়োমাবলি গুলো:
১) ক্যাম্পাসের অফিসরুম থেকে কোর্স সমাপনি সার্টিফিকেট উঠানোর জন্য আবেদন ফর্ম সংগ্রহ করো এবং এডমিটকার্ড দেখে সঠিকভাবে পূরন করো।
২) যার যার ডিপার্টমেন্ট হেডের কাছথেকে ১টি signature  নাও।
৩) একাউন্স এ উত্তম স্যার এর কাছে থেকে ২টি signature,
৪) লাইব্রেরীতে কর্মরত শিক্ষকের signature.
৫) এবার এক কপি  CV মেইল কর এই ঠিকানায়(info@npi.edu.bd)মেইল টি পাঠানো শেষ হলে এবার ফর্ম আর এডমিটের ১টি ফটোকপি একসাথে করে চলে যাও প্লেসমেন্ট শাখায়(নীচ তলায়) সাইফুল ইসলাম স্যারের কাছে। উনি তোমার ইমেইল কে কনফার্ম করে ১টি signature করে দিবে।
৬) এবার ফর্ম আর এডমিটকার্ডটি নিয়ে চলে যান ডিরেক্টর রুমে(রিদয় স্যারের কাছে) ১টা signature.
৭) এবার আবার চলে যাও লাইব্রেরিতে এবং কর্মরত শিক্ষকের কাছে গিয়ে বলো "আমার জন্য কর্স সমাপনী সার্টিফিকেটের ১কপি প্রিন্ট করেন, উনি আপনার ফর্মদেখে ১টি সার্টিফিকেট প্রিন্ট করেদিবে এবং তোমার ফর্ম রেখে দিবে।
৮) সর্বশেষে পিন্সিপাল স্যারের কাছথেকে ১ signature এবং সিল নিলেই কাজ শেষ।

( বি:দ্র- উপরোক্ত একটি অপশোন বাদ দিলে আপনি দিনকা দিন আপনার সার্টিফিকেট উঠাইতে পারবেন না)