গুগল এবং আমাদের ক্যাম্পাস সার্চ

সোমবার, ৮ আগস্ট, ২০১১

Diploma Routing 2011,পরিক্ষা শুরু ১১ই সেপ্টেম্বর<< ঈদের পর>>>


২য়,৪র্থ,৬ষ্ঠ ও ৮ম পর্ব সমাপনী পরিক্ষা ২০১১ আগামী ১১ই সেপ্টেম্বর ২০১১ ইং তারিখ রোজ রবিবার থেকে শুরু হচ্ছে। বিস্তারিত রুটিন Download করতে  এখনে ক্লিক করুন। 

উপকার পেলে দয়া করে Comments করেন। বিস্তারিত

টেলিকমিউনিকেশ ডিপার্টমেন্ট এর বিদায় অনুষ্ঠান ২০১১

গত ৬ই আগষ্ট ২০১১ ইং রোজ শনিবার অনুষ্ঠিত হয়ে গেল ন্যাশনাল পলিটেকনিক ইনিস্টিটিউট এর টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এর বিদায় অনুষ্ঠান। এবার টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট এর ২য় ব্যাচে ৩০জন ছাত্র বের হলো। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আমাদের নতুন ক্যাম্পাস(প্যাসিপিক হোম্স এর ২য় তলা)এর হল রুম। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মো:জহুরুল হক, Principal, National Polytechnic Institute,Dhaka । আমন্তত্রিত অতিথী হিসাবে  উপস্থিত থাকার কথা ছিল মো: আলী ইদ্রিস স্যার,Education and Training Secretary  IDEB & Education Adviser of NPI এবং নির্মল সিকদার,General Secretary B.P.T.A & Financial Adviser Of NPI,বিশেষ কাজে ব্যস্ত থাকায় উনারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নাই ।
 এছারাও স্পেসাল গেষ্ট হিসাবে উপস্থিত ছিলেন জনাব আহমেদ শাহ আলমগীর এবং জনাব মো: ফয়েজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতি্ত্তি করেন টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্ট প্রধান জনাব মো:জাফর উল্লাহ স্যার। অনুষ্ঠান টি পরিচালনায় থাকেন নাজনিন আক্তার ম্যাম।












এছারাও অনুষ্ঠানের শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন ফারজানা ম্যাম,খুরশেদা ম্যাম,মুন্নিধার ম্যাম,অনামিকা ম্যাম, নাসরিন ম্যাম সহ অনেক ম্যাডাম এবং স্যারদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মোস্তফা হোসাইন স্যার,রাজিব স্যার, কাওসার স্যার সহ অনেক শিক্ষক বৃন্দ। অনুষ্ঠানে ২,৪,৬ ও বিদায়ী ব্যাচ ৮ম পর্বের সকল ছাত্র-ছাত্রী উপস্তিত ছিলেন। সম্মানিত অতিথীদের ফুল দিয়ে বরণ করে নেয় ৪র্থ পর্বের আবির,বীনা ও শাবানা।এবং অনুষ্ঠানে বিদায়ী ছাত্র-ছাত্রীদের হাতে কেষ্চ তুলে দেন জনাব মো: জহুরুল হক স্যার।অনুষ্ঠানের সবকার্যক্রম শেষে মোনাজাদ ও দোয়া মাফিল এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন জনাম মো: জাফর উল্লাহ্ স্যার।